প্রতি ম‍্যাচেই বদল হতে পারে প্রথম একাদশ, ইঙ্গিত রোহিতের

0
1

আগামিকাল টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মেলবোর্নে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ। সেই ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক জানালেন, প্রথম একাদশে বদল হতে পারে প্রতি ম্যাচেই। বললেন, প্রতি ম্যাচে একই দল নিয়ে খেলতে আগ্রহী নন তিনি।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”একটা সময় ছিল যখন আমরা জানতাম না টি-২০ বিশ্বকাপে কারা খেলতে পারবে। সেই সময় নিজেদের মতো করে ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। যে ক্রিকেটার ছন্দে ছিল তাকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি একদম আলাদা। প্রচুর তথ্য রয়েছে এখন আমার হাতে। প্রথম একাদশ বাছাই নিয়ে আমি কোনও রকম একগুঁয়েমিতে বিশ্বাস নই। প্রতি ম্যাচে এক, দু’জন ক্রিকেটার বদল হতে পারে।”

গত বছর টি-২০ বিশ্বকাপে হতাশ হয়ে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। সেই স্মৃতি এখনও টাটকা রোহিতের। সেই নিয়ে ভারত অধিনায়ক বলেন,” চাপ অবশ্যই রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে একটা চ্যালেঞ্জ।”

আরও পড়ুন:পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?