সর্বকালের শ্রেষ্ঠ ভারতীয় ছবির তকমা পেল সত্যজিৎ রায়ের “পথের পাঁচালী”

0
1

প্রতিটি বাঙালির হৃদয়ে জায়গা করে নেওয়া চিরকালীন এক ফ্রেম “পথের পাঁচালী” (Pother Panchali)। জানা যায়, স্ত্রী বিজয়াদেবীর গয়না বন্ধক রেখে ছবিটি বানিয়েছিলেন প্রবাদপ্রতীম পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। পুরস্কার নয়, সৃষ্টির তাড়নায় এমন ঝুঁকি নিয়েছিলেন তিনি। সেই “পথের পাঁচালী” প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে (National Platform) সম্মানিত করেছিল সত্যজিৎ রায়কে। বাকিটা ইতিহাস।

এরপর কেটে গিয়েছে প্রায় সাত দশক। সত্যজিতের সেই সৃষ্টি আজও অমর আন্তর্জাতিক মঞ্চে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেসকি) ইন্ডিয়ান চ্যাপ্টারের সমীক্ষা এবার শ্রেষ্ঠত্বের শিরোপায় ভূষিত করেছে “পথের পাঁচালী”কে। ১০টি ভারতীয় ছবির তালিকা প্রকাশ করেছে তাঁরা।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই তালিকায় থাকা পরিচালকদের তিনজনই বাঙালি। কারণ, দ্বিতীয় স্থানে রয়েছে ঋত্বিক ঘটকের(Rittick Ghotak) “মেঘে ঢাকা তারা” এবং তৃতীয় মৃণাল সেনের (Mrinal Sen) “ভুবন সোম”। এখানেই শেষ নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের “নষ্টনীড়” অবলম্বনে সত্যজিতেরই চারুলতা রয়েছে সপ্তম স্থানে।