জখম ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন

0
1

রাস্তার ধারে পড়ে থাকা আহত এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। মানবিকতার নজির গড়ে প্রশংসা কুড়িয়ে নিলেন তিনি।

ঠিক কী ঘটেছিল? চেন্নাইয়ের ডিএমএস মেট্রো স্টেশনের কাছে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন এক ব্যক্তি।ঠিক সেই সময় নিজের সচিবালয় থেকে আন্না আরিভালায়মের দিকে যাচ্ছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

মেট্রো স্টেশনের কাছে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কনভয় থামিয়ে সাহায্য করতে ছুটে আসেন মুখ্যমন্ত্রী নিজে। গাড়ি থেকে নেমে আসেন বাকি আধিকারিক ও নিরাপত্তারক্ষীরা। পুলিশের কর্মকর্তারা সেই সময় একটি অটোকে দাঁড় করিয়ে আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আর গোটা উদ্ধারকার্যের তদারকি করেছেন মুখ্যমন্ত্রী স্টালিন।

আরও পড়ুন:দীপাবলির আগেই জটিল অস্ত্রোপচার করে দেশে ফিরছেন অভিষেক