বিপর্যয়ের জের, ৭ মাস পিছিয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ

0
1

২০২৩-এর জানুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের(Metro Project)। তবে বউবাজারে বিপর্যয়ের জেরে ফের ধাক্কা খেলো কাজ। ফলস্বরূপ আরও সাত মাস পিছিয়ে গেল এই মেট্রো প্রকল্পের উদ্বোধন। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের(KMRCL) তরফে জানা গিয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হতে পারে ২০২৩ এর অক্টোবর মাসে।

এদিন KMRCL-এর ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রনাথ ঝাঁ জানান, মেট্রো সুড়ঙ্গের বিপত্তির কারণে সাত – আট মাস পিছিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। তিনি জানান, “মেট্রোর সুড়ঙ্গের অবস্থা ভাল নয়। সেই কারণে আরও পর্যবেক্ষণ জরুরি রয়েছে। বিপত্তি হয়েছে, তাই স্বাভাবিকভাবে টাইমলাইন পিছোতে হচ্ছে।”

উল্লেখ্য, ২০১৯ সালের আতঙ্ক আবার ফিরেছে কলকাতায়। বউবাজারে মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাই এই পরিস্থিতিতে আরও সাবধানী পথে হাঁটতে চাইছে কলকাতা মেট্রো। বউবাজারের দুর্গা পিটুরি লেনের বাড়িগুলিতে ফাটল যে মেট্রোর কাজের থেকেই হয়েছে, তা আগেই স্বীকার করে নিয়েছে মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। জানানো হয়েছে, মেট্রোর জন্য খোঁড়া সুড়ঙ্গে জল ঢুকে গিয়েছে। আর তার জেরেই দুর্গাপিটুরি লেনের ওই বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছে। মেট্রোর বক্তব্য, সুড়ঙ্গে জল ঢোকা নিয়ন্ত্রণ করা গেলেই ফাটল নিয়ন্ত্রণে আনা যাবে। তবে এই গোটা ঘটনায় আরও পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করার অন্তিম সীমা।