Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) জয় শাহ-র বিবৃতির পাল্টা মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রামও। জয় শাহ-এর মন্তব্যে খুশি নন তিনি, তা জানাতে ভুললেন না আক্রাম। আক্রাম বলেন,” ভারতীয় ক্রিকেট বোর্ড খুব বড় কথা বলে দিল।

২) তিনি যে বিসিসিআইয়ের সভাপতি হতে পারেন, এটা কল্পনাতেও ছিল না রজার বিনি। খবর জানতে পেরে তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছিল। ব্যাপারটা হজম করতেই অনেক সময় চলে গিয়েছিল। এমনটাই জানালেন তিনি।

৩) টি-২০ বিশ্বকাপে অঘটন। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। সুপার ১২ শুরু হওয়ার আগেই ধাক্কা খেলো তারা। শুক্রবার আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে ছিটকে গেলেন নিকোলাস পুরানরা।

৪) অনুতপ্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিলেন যা করেছেন ভুল করেছেন। বললেন, উত্তেজনার বশে ভুল করে ফেলেছি। আমি চেষ্টা করব আরও পরিশ্রম করতে এবং সতীর্থদের পাশে থাকতে।

৫) নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচ জিতে ডার্বি নিয়ে ভাবনা শুরু লাল-হলুদ স্টিফেন কনস্ট‍্যান্টাইনের। বললেন, আমরা ডার্বি নিয়ে পরিকল্পনাও শুরু করে দিয়েছি। প্রস্তুতি শুরু হবে। পরের ম‍্যাচ ডার্বি। তাই ডার্বির ফোকাস আমাদের।”

আরও পড়ুন:Breakfast news :  ব্রেকফাস্ট নিউজ