বাংলা-বিহার ভাগ করে বিজেপির ‘ষড়যন্ত্র’ সফল হবে না, দাবি সুখেন্দু শেখরের

0
1

‘১৯০৫ সালে বঙ্গভঙ্গ রুখে দিয়েছিল বাংলা। একইভাবে এবারেও বিজেপির চক্রান্ত রুখে দেবে জনগণ। ওদের রাজনৈতিক প্রতিহিংসাকে আটকাতে হবে’, বিজেপিকে ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)।

সম্প্রতি সর্বভারতীয় একটি দৈনিকে প্রকাশিত হয় যে বাংলা ও বিহারের কিছু অংশ নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কাজ শুরু করছে কেন্দ্রীয় সরকার। আর এই প্রসঙ্গেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন সুখেন্দু শেখর রায়। তাঁর দাবি, ‘গত বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল পরিমাণ ভোটে হেরে যাওয়ার ফলে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টায় রয়েছে। সেই কারণেই এ সকল কৌশল নিয়ে চলেছে।’

পাশাপাশি সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, “গত বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে পরাজিত হয় বিজেপি। এরপর থেকে বাংলা দখল করার স্বার্থে বাংলাকে বিভক্ত করার মাধ্যমে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার প্রস্তুতি নিতে চাইছে কেন্দ্র। এক্ষেত্রে বিহারের বেশ কয়েকটি অঞ্চলের পাশাপাশি বাংলার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের মতো অঞ্চলগুলিকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তুলতে চাইছে তারা। তবে শেষ পর্যন্ত এই ধরনের চক্রান্ত ব্যর্থ হবে বলে দাবি তৃণমূল সাংসদের।

আরও পড়ুন- মধ্যপ্রদেশের রেওয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃ*ত ১৫, মর্মাহত মুখ্যমন্ত্রীর টুইট