ভেটাগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে উঠে নাম না করে বিজেপিকে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় কেউ যদি বোমা বন্দুক নিয়ে সন্ত্রাস করতে আসে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।প্রয়োজনে তাদের দাঁত সাড়াশি দিয়ে উপড়ে ফেলা হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাঠে নেমে কাজ করা নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন- বাংলা নয়, ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়বে বাংলাদেশে
NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের গলাতেও শোনা গিয়েছে একই সুর। উদয়ন গুহর বক্তব্যকে পুরোপুরি না শুনে ভুল ব্যাখ্যা করেছে বিজেপি।বিজেপি নেতা অজয় রায় বলেন, “ওরা তো বিধানসভা উপনির্বাচনেও সন্ত্রাস করেছে। সন্ত্রাসের উপর ভর করেই নির্বাচনে জিততে চায়। এদিনের বক্তব্যেই তা পরিষ্কার হয়ে গেল।”











































































































































