হাওড়ায় টাকা উদ্ধার: ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও পুলিশের জালে চার

0
2

হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় অবশেষে পুলিশের (Howrah) জালে ব্যবসায়ী শৈলেশ পান্ডে-সহ চারজন। শৈলেশ পান্ডে ও তাঁর ভাইয়েরা ‘পান্ডে ব্রাদার্স’ বলেই কুখ্যাত। ঘটনায় পর থেকেই ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের (Police) জালে ধরা পড়েছেন চার অভিযুক্ত।

কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। তিন ব্যবসায়ীকে ওড়িশা থেকে ধরা হয়। ‘পাণ্ডে ব্রাদার্সে’র এক সহযোগী গা ঢাকা দিয়েছিল গুজরাটে। তাঁকেও গ্রেফতার করা হয়েছে। ঈদের ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ