আগামি রবিবার টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবার ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছে গিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। আর মেলবোর্ন পৌঁছে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।
বৃহস্পতিবারই ব্রিসবেন ছেড়ে মেলবোর্নে পৌঁছেছে ভারতীয় দল। আর শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়ে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ চালাতে হবে মেন ইন ব্লু-দের। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার অনুশীলনের ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে আমরা এখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের প্রথম ট্রেনিং সেশনে।’
We're here at the MCG for our first training session ahead of #INDvPAK pic.twitter.com/S7QRQ8G21K
— BCCI (@BCCI) October 20, 2022

উল্লেখ্য, আগামি রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে জয়ই লক্ষ্য ভারতীয় দলের।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস














































































































































