১) মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার আইএসএল-এ নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ৩-১ গোলে। লাল-হলুদের হয়ে গোল গুলি করেন ক্লেটন সিলভা, কিরিয়াকু এবং ডোহার্টির।
২) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৃহস্পতিবার ছত্তিসগড়কে ৫৩ রানে উড়িয়ে দিল বাংলা। এই জয়ের ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউটে যাওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলল অভিমূন্য ইশ্বরনরা। ম্যাচে এদিন বল হাতে দাপট দেখালেন প্রদীপ্ত প্রামাণিক।

৩) আগামি রবিবার টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবার ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছে গেল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

৪) উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সৌরভকে আইসিসিতে পাঠানো হলো না? এদিন কলকাতায় ফিরেই প্রশ্ন করলেন মমতা।

৫) পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতির পাল্টা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিষয়ে ভারত কারোর কথা শুনবে না এবং আসন্ন একদিনের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতেই।
আরও পড়ুন:মরশুমের প্রথম জয় ইস্টবেঙ্গলের, নর্থইস্টকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড












































































































































