অনুতপ্ত রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় চাইলেন ক্ষমা

0
1

অনুতপ্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিলেন যা করেছেন ভুল করেছেন। ঘটনার সূত্রপাত বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়েছিল ম‍্যাঞ্চেস্টার। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ মহাতারকা। তবে বেঞ্চে বসিয়ে রাখায় একেবারেই খুশি হননি রোনাল্ডো। ম্যাচ চলাকালীন দেখা যায়, বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের উদ্দেশে চলে যান সিআরসেভেন, আর এই ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই কাজের জন‍্য রোনাল্ডোকে শাস্তিও দিয়েছে ক্লাব। পরের ম্যাচে চেলসির বিরুদ্ধে তাঁকে দলে রাখাই হয়নি। আর এই কাজের জন‍্য রোনাল্ডো নিজেও অনুতপ্ত। সকলের সামনে স্বীকার করে নিলেন কাজটা করা উচিত হয়নি।

বৃহস্পতিবার মধ‍্যরাতে নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন,” গোটা কেরিয়ারে আমি সব সময় সতীর্থ, কোচ, পরামর্শদাতাদের সম্মান করে এসেছি। আমি পাল্টে যাইনি। শেষ ২০ বছর ধরে যে মানুষটা ফুটবল খেলছে, আমি এখনও সেই মানুষই আছি। অন্যকে সম্মান দেওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছোটবেলায় খেলা শুরু করেছি। বড়রা আমার কাছে সব সময় উদাহরণ ছিলেন। সেই কারণে আমিও চেষ্টা করেছি ছোটদের কাছে উদাহরণ হয়ে উঠতে। আমার দুর্ভাগ্য সেটা সব সময় সম্ভব হয়নি। উত্তেজনার বশে ভুল করে ফেলেছি। আমি চেষ্টা করব আরও পরিশ্রম করতে এবং সতীর্থদের পাশে থাকতে। চাপের মুখে ভেঙে পড়া কোনও কাজের কথা নয়। এটা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আবার এক হয়ে উঠব।”

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

আরও পড়ুন:জয় শাহ-র মন্তব্যে এবার মুখ খুললেন আক্রাম