এ বছর কালীপুজোতেও মাঝরাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী ২৪ অক্টোবর সোমবার কালীপুজোর দিন এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। রাত ১২টায় শেষ ট্রেন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। মোট ১২টি বিশেষ ট্রেন ওই দিন রাতে চালানো হবে। ৬টি আপ এবং ৬টি ডাউন ট্রেন।

আরও পড়ুন:Kolkata Metro : পুজোয় কোটি টাকা রোজগার ! রেকর্ড গড়ল কলকাতা মেট্রো

এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “শহর তথ্য রাজ্যবাসীকে এই পরিষেবা মেট্রো রেলের তরফ থেকে দীপাবলির উপহার।প্রচুর মানুষ পুজো দেখতে দক্ষিণেশ্বর যান। অনেকেই ভিড় করেন কলকাতার বিভিন্ন কালীমন্দিরে। ফলে এই বিশেষ ট্রেন চালানোর ফলে সকলেই উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। এবারই প্রথম কালীপুজোর দিন গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এই বিশেষ ট্রেন-সহ কালীপুজোর দিন সবমিলিয়ে মোট ২০০টি ট্রেন চালাতে চলেছে মেট্রো।








































































































































