দীপাবলির আগে বাজি গোডাউনে মর্মান্তিক দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার সকালে বিকট শব্দ ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাজি গোডাউন। ঘটনা মধ্যপ্রদেশের মোরেনা জেলার বানমোর নগরের। এই বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। জখম আরও বেশ কয়েকজন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে একাধিক শিশু ও মহিলা।
খবর পেয়েই ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। বিস্ফোরণের ফলে পাশের কিছু দোকানেও আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১০টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
মোরেনার জেলাশাসক জানিয়েছেন, বাজির বারুদ থেকেই বিস্ফোরণ নাকি কোনও গ্যাস সিলিন্ডার ফেটে এই কাণ্ড হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ৭ জনের শরীর পুড়ে গিয়েছে। এদের সবার সবার অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।











































































































































