উল্টোডাঙাতেও এ বার হদিশ মিলল নগদ টাকার, উদ্ধার দেড় কোটি

0
1

গার্ডেনরিচের পর এ বার এবার উল্টোডাঙাতেও উদ্ধার নগদ টাকা। বুধবার উল্টোডাঙায় আবারও কয়েক কোটি টাকা উদ্ধার করল ইডি। গার্ডেনরিচে ই-নাগেটস কোম্পানির কর্ণধার আমির খানের ঘনিষ্ট ব্যবসায়ীর উল্টোডাঙার ফ্ল্যাট থেকে মিলল দেড় কোটি টাকা। ওই ব্যক্তির নাম উমেশ আগরওয়াল। জানা যাচ্ছে, তিনিও একজন ব্যবসায়ী। রাতে এই অভিযান চলে। একই সঙ্গে অভিযান চলে আমির খানের ঘনিষ্টের পার্ক স্ট্রিট ও যাদবপুরের অফিস ও বাড়িতেও। রাত অবধি এই তল্লাশি অভিযান চলে।

 

প্রসঙ্গত, গার্ডেনরিচে আমীরের বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল ১৭ কোটি টাকা। পরবর্তীতে হরিয়ানা থেকে কলকাতা পুলিশ আমিরকে গ্রেফতার করে নিয়ে আসে। এই টাকা হাওলার কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আমিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে রমেশের সঙ্গে লেনদেনের হদিশ মেলে। সেই সূত্র ধরেই তল্লাশি শুরু হয়। রমেশের বাড়িতে একটি আলমারিতেই ওই দেড় কোটি টাকা মজুত করে রাখা ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘জনপ্রতিনিধিদের মধ্যে কটু কথার প্রতিযোগিতা চলছে’, বিধানসভায় ক্ষোভ প্রকাশ বিমানের