এবার কালীপুজোতেও মিলবে বিশেষ মেট্রো পরিষেবা। একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর তরফে বলা হয়েছে, কালীপুজো অর্থাৎ ২৪ অক্টোবর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে ৭২টি মেট্রো পরিষেবা থাকবে।কালীপুজোর পরের দিনও ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে ৯০টি পরিষেবা থাকবে।
আরও পড়ুন: অভিমুখ জানা না গেলেও কালীপুজোয় ধেয়ে আসছে সুপার সাইক্লোন
জেনে নিন কালীপুজোতে মেট্রোর সময়সূচি :
কালীপুজোর দিন সকাল ৭টা ৫৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। প্রতি ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
প্রথম মেট্রো সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ৫ অভিমুখে ছাড়বে। সল্ট লেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ অভিমুখে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
শেষ মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সেক্টর৫ এর অভিমুখে যাবে.।সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সেক্টর ৫ থেকে শিয়ালদহের দিকে শেষ মেট্রো ছাড়বে।
দেওয়ালিতে মেট্রোর সময়সূচি
অন্যদিকে দেওয়ালিতে শিয়ালদহ থেকে সেক্টর ৫ এর দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সেক্টর ৫ থেকে শিয়ালদহের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা নাগাদ।
শেষ মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ৫এর দিকে যাবে রাত ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ৫ থেকে শিয়ালদহের দিকে শেষ মেট্রো যাবে রাত ৯টা ৪০ মিনিটে।