রাষ্ট্রসঙ্ঘ পাক জ*ঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভারতের, ফের বিরোধিতা চিনের

0
3

রাষ্ট্রসঙ্ঘে ফের ভারত বিরোধিতায় সরব চিন। পাক জ*ঙ্গি শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দিতে রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাব পেশ করেছিল ভারত। তবে সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করল শি জিনপিং প্রশাসন। গত কয়েকমাসে এই নিয়ে চারবার ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাবে বাধা দিল চিন। অথচ উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে এই চিনের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক প্রস্তাবে ভোট দানে বিরত থেকেছিল নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, এবার চিনের ভারত বিরোধীতায় সেই ইস্যু ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে।

প্রসঙ্গত, মুম্বইয়ে ২৬/১১ হামলার মাথা সাজিদ মীরের অন্যতম প্রধান সহযোগী ছিল এই শাহিদ মাহমুদ। ভারতে জ*ঙ্গি হামলা চালানোই তার একমাত্র পরিকল্পনা, এমন কোথাও শোনা গিয়েছে শাহিদের মুখে। ল*স্কর-ই-তইবার (LeT) অন্যতম নেতা শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যৌথ প্রস্তাব দিয়েছিল আমেরিকা ও ভারত। আল কায়দাকে নিষিদ্ধ করার আইনের আওতাতেই শাহিদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে উদ্যোগী হয়েছিল ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। কিন্তু সেই প্রস্তাবে বাধা দেয় চিন। ফলে শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে আলোচনাই করতে পারেনি রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি। অবশ্য সন্ত্রাসবাদকে প্রশ্রয় চিনের এখানে ভূমিকা এই প্রথমবার নয়, এর আগেও কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে মূল চক্রী আব্দুল রউফ আজহার, হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে ভারতের আনা আন্তর্জাতিক প্রস্তাবের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে চিনকে।

এতকিছুর পরও কার্যত চিনের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ভারতকে। সম্প্রতি প্রতিবেশী চিনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের উপর মানবাধিকার লংঘন সংক্রান্ত প্রস্তাব পেশ হয়েছিল রাষ্ট্রসঙ্ঘে। তবে সেখানে ভোটাভুটিতে অংশ নিতে দেখা যায়নি ভারতকে। যার জেরে দেশের অন্তরেই বিরোধীদের তোপের মুখে পড়ে মোদি সরকার। অবশ্য ভারত ঘুরিয়ে চিনের পাশে দাঁড়ালেও, ভারতের প্রতি চিনের মনোভাব যে কী তা ফের প্রমাণ হয়ে গেল রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে।