ফের উত্তপ্ত ভাটপাড়া। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় প্রকাশ্যে চলল গুলি। গুলিবিদ্ধ হন স্থানীয় এক যুবক। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।চিকিৎসাধীন যুবকের নাম গৌরব প্রসাদ।

আরও পড়ুন: অর্জুনের মঙ্গল কামনায় এক কুইন্টাল লাড্ডু দিয়ে পুজো দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছকু সাউ গলিতে নিজের অফিসে বসে ছিলেন গৌরব। অভিযোগ, ওই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে আসে। অফিসে ঢুকে তারা গৌরবের সঙ্গে দেখা করে। প্রথমে তাদের মধ্যে খানিক বচসা হয়। তারপর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই যুবককে গুলি করে তারা পালিয়ে যায়। গুলি লাগে গৌরবের কোমরের নীচে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার ভাটপাড়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে চলছিল বিজয় সম্মিলনী। অনুষ্ঠানের শেষে ব্যবসায়ী গৌরব প্রসাদকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। গৌরবের গা ছুঁয়ে গুলি বেরিয়ে যায়।









































































































































