শাহের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা

0
1

স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। দিল্লির কাছে হরিয়ানার সুরজ কুণ্ডে আগামী ২৭ ও ২৮ অক্টোবর এই বৈঠক হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু ২৭ অক্টোবর ভাইফোঁটা। তাছাড়াও ছটপুজো রয়েছে। এইসব উৎসব অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রীর পক্ষে ওই বৈঠকে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে নবান্ন জানিয়েছে। তাঁর জায়গায় চিন্তন শিবির নামে এই বৈঠকে যেতে পারেন স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং ডিজি মনোজ মালব্য। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ওই বৈঠকে মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা, পুলিশের আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন:২৭ অক্টোবর ভাইফোঁটায় ছুটি সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন