মণীশ কীর্তনিয়া, মালবাজার: চারদিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে বিরোধীদের ধুয়ে দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, মালবাজারে (Mal Bazar) প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বিরোধীদের সমালোচনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা তীব্র কটাক্ষ ছুড়ে প্রশ্ন করেন, বিরোধী বলে কিছু আছে না কি! তারপরেই তিনি বলেন, “বিরোধীদের বলুন নিজের চরকায় তেল দিতে।“ রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীরা বংলার মানুষের পাশে আছে। বিরোধীরা কুৎসামূলক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ।
একই সঙ্গে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় তৃণমূল (TMC) বিধায়ক বাবুল সুপ্রিয়র বিষয় নিয়ে নানা পোস্ট হয়। সেই বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাদের দলে ABCD গ্রেড নেই। আমরা সবাইকে নিয়ে চলি”।
চাকরি প্রার্থীদের বিষয়টি প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওটা নিয়ে আদালতে মামলা চলছে, বিচারাধীন বিষয়ে।