কেদারনাথ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার, মৃত ৪ পুণ্যার্থী সহ ২ পাইলট

0
1

হেলিকপ্টারে(helicopter) কেদারনাথ(Kedarnath) যাত্রার পথে ভয়াবহ দুর্ঘটনা। গন্তব্যে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। ঘটনার জেরে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে চারজন পুণ্যার্থী(pilgrim) ও দু’জন হেলিকপ্টারের পাইলট। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকার্য।

দীর্ঘদিন ধরেই কেদারনাথে চালু রয়েছে হেলিকপ্টার পরিষেবা। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৬ জন। যাত্রাপথে কেদারনাথ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে রুদ্রপ্রয়াগের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আবহাওয়া খারাপ হওয়ার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

সূত্রের খবর, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে ‘আরিয়ান’  (Aryan) কপ্টারটিতে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে তা ভেঙে পড়ে।  উত্তরাখণ্ড সরকারের তরফে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় উদ্ধারকারী দল। তাঁরা  পাহাড়ের খাঁজ থেকে ৬টি দেহ উদ্ধার করেছেন। এখনও চলছে উদ্ধারকাজ। ঠিক কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও অজানা।