বর্ষার বিদায়বেলাতেও ভারী বৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

0
3

হাতেগোণা আর কয়েকটা দিন। তারপরই দেশ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে বিদায়বেলায় শেষ বারের মতো বৃষ্টিতে ভিজতে পারে দেশের একাধিক রাজ্য। তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতিও। আবহাওয়া দফতরের সূত্রের খবর, ১৮ অক্টোবর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত আরও তীব্র হয়ে ২০-২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। যার জেরে দেশের একাধিক রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে দীপাবলীর উৎসব ভেস্তে যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন:বর্ষায় বিয়ে, কীভাবে করবেন ব্রাইডাল মেক আপ

প্রসঙ্গত, দেশ জুড়ে উৎসবের আবহ চলেছে। সপ্তাহ শেষেই কালীপুজো এব‌ং দীপাবলির আমেজে মেতে উঠবে সারা দেশ। আর সেই সময়ে বৃষ্টি হলে আলোর উৎসব মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক ক্ষতি হতে পারে ব্যবসা-বাণিজ্যেও।

বৃষ্টিতে ভেস্তে গেছে বাঙালির দুর্গাপুজো।  বৃষ্টির মাথায় করেই ঠাকুর দেখেছে বঙ্গবাসী।এ বার কালীপুজোতেও একই পরিস্থিতি তৈরি হবে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।