নিয়োগ দুর্নীতি: সুপ্রিম কোর্টে ইডি-র হলফনামায় মানিকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ

0
1

নিয়োগ দুর্নীতির তদন্তে একটি মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা জমা দিল ED। সেখানেই ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রাথমিকের নিয়োগ মামলায় রক্ষাকবচ থাকলেও কেন মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হল? তা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল ইডি। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে ইডির তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা হলফনামা জমা দেন। জানানো হয়, এই মামলায় সিবিআই আলাদা ভাবে তদন্ত করছে। তাদের সঙ্গে ইডির কোনও সম্পর্ক নেই। দুই সংস্থার তদন্ত প্রক্রিয়া আলাদা। এই মামলায় তদন্ত করে বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে বলে জানায় ইডি। বিশাল অঙ্কের আর্থিক বিষয় জড়িত রয়েছে।

হলফনামায় ইডি জানায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতে তল্লাশিতে অপরাধের যোগসূত্র মিলেছে। মানিকের ছেলে সৌভিকের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে মানিকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। জেরায় এই টাকার উৎস কী, এই প্রশ্নের জবাব দিতে পারেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। মানিকের বাড়িতে মেলা সিডিতে থাকা ৬১ জনের মধ্যে ৫৫ জনের চাকরি। টেট দুর্নীতির তদন্তে মানিক সহযোগিতা করছেন না বলে হলফনামা অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার, ফের এই মামলার শুনানি হওয়ার কথা।