উৎসবের মরশুমে ভারতে ওমিক্রনের নয়া রূপের হদিশ, জারি সতর্কতা

0
1

উৎসবের মরশুমে ফের চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। ওমিক্রনের নবতম প্রজাতি বিএ.৫.১.৭ এবং বিএফ.৭-এর হদিশ মিলেছে। ইতিমধ্যেই ভারতেও বিএফ.৭ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের রিপোর্টে সম্প্রতি এই নয়া রূপের হদিশ মিলেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের অন্য প্রজাতির তুলনায় এই নয়া ভ্যারিয়্যান্ট সংক্রমণ ছড়াতে অনেক বেশি সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই প্রজাতিকে অত্যন্ত সংক্রামক বলে সতর্ক করা হয়েছে।তাই উৎসবের মরশুমে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ফের চোখ রাঙাচ্ছে করোনা,একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ১১ অক্টোবর চিনের একাংশে ওমিক্রনের নয়া এই দুই প্রজাতির হদিশ মিলেছিল। যা ইতিমধ্যেই চিনের বেশ কয়েকটি জায়গায় চোখ রাঙাচ্ছে।গত দু’সপ্তাহে এই দুই মারাত্মক প্রজাতি সংক্রমণ ছড়ানোর জেরে আমেরিকায় করোনা সংক্রমণ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।এমনকি ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ আক্রান্তের দেহে নয়া প্রজাতির খোঁজ মিলেছে।

উৎসবের মরশুমে ওমিক্রনের নয়া রূপ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। দীপাবলির সময় বহু মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেখান থেকেই করোনার নতুন ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শীতকালে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে করোনার বাড়বাড়ন্তের আশঙ্কা করা হচ্ছে।তাই চিকিৎসকরা ইতিমধ্যেই বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে।