Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) আইএসএল-এ প্রথম জয় এটিকে মোহনবাগানের। রবিবার ৫-২ গোলে হারাল কেরলা ব্লাস্টার্সকে। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে কোচি থেকে পুরো তিন পয়েন্ট আনছে সবুজ-মেরুন ব্রিগেড।

২) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা। রবিবার তারকা খচিত তামিলনাড়ুর বিরুদ্ধে ৪৩ রানে জয় পায় অভিমূন‍্য ইশ্বরণের দল। সৌজন্যে শাহবাজ আহমেদ। ব‍্যাটিং-এর পাশাপাশি বল হাতেও কামাল দেখান এই তরুণ অলরাউন্ডার।

৩) কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের। রবিবার লিগে সুপার সিক্স পর্বে দ্বিতীয় ম্যাচেও জয় পেল সাদা-কালো ব্রিগেড। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। জোড়া গোল করেন মার্কাস জোসেফ। অপর গোলটি ওসমানে এনদিয়ায়ের।

৪) মরশুমের প্রথম এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-১ গোলে হারাল তারা। মাদ্রিদের হয়ে গোল করলেন করিম বেঞ্জিমা, ফেডেরিকো ভালভার্দে ও রদ্রিগো। বার্সার হয়ে একমাত্র গোল ফেরান টোরেসের।

৫) আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএল ২০২৩ এর নিলাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা। বছরের শুরুতে মেগা নিলামে সেরা ক্রিকেটারদের তুলে নিয়েছে প্রত্যেক দলই। ফলে ডিসেম্বরের নিলামে সে ভাবে বড় কোনও ক্রিকেটারের নিলামে ওঠার সম্ভাবনা নেই।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ