২৭ অক্টোবর ভাইফোঁটায় ছুটি সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন

0
2

সরকারি কর্মীদের জন্য ফের সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি ছুটির(Govt holiday) তালিকায় যোগ হল আরো একটি দিন। নবান্নের(Nabanna) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল এবছর ভাইফোঁটাতে থাকবে সরকারি ছুটি। কালীপুজোর পর আগামী ২৭ অক্টোবর ভাইফোঁটা(BhaiFota)। আনুষ্ঠানিকভাবে এই দিনটিতে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

সোমবার রাজ্যের অর্থদফতরের তরফে অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ নোটিস দিয়ে জানিয়েছেন, গত বছর নভেম্বরে সরকারি ছুটির তালিকায় যে সংস্কার করা হয়েছিল, সেই নিয়ম অনুযায়ী আগামী ২৭ অক্টোবর, ২০২২ অর্থাৎ ভাইফোঁটার দিন সরকারি ছুটি ঘোষণা করা হল। প্রসঙ্গত, এবছর ২৬ তারিখ বিকেল ৩.৩০এর পর থেকেই তিথি অনুযায়ী ভাইফোঁটার আচার-অনুষ্ঠান পালন করা যাবে। আর ২৭ তারিখ সারাদিনই ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান। সেই কারণে ওইদিনটাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।