আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ মমতাকে

0
1

অমিত শাহর বৈঠকে আমন্ত্রণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ২৭ ও ২৮ তারিখ হরিয়ানায় স্বরাষ্ট্রমন্ত্রীদের (Home ministers) নিয়ে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নেতৃত্বে এই বৈঠক ডাকা হয়েছে। সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও পুলিশ আধিকারিকদের ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, সেই কারণে বাংলার তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে, ২৭ তারিখ ভাইফোঁটা। প্রতি বছর দলের ওইদিন নেতা-কর্মীদের ফোঁটা দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেসব ছেড়ে তিনি হরিয়ানায় যাবেন কি না- তা নিয়ে সংশয় রয়েছে। তবে, তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন বলে মনে করছে ওয়াকিবহল মহল।

হরিয়ানার সুরজকুণ্ডের এই বৈঠকে সীমান্তরক্ষী বাহিনী, আধাসেনা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। BSF-এর কাজের পরিধি ১৫ কিলোমিটার থেকে বেড়ে ৫০ কিলোমিটার করায় আপত্তি রয়েছে এ রাজ্য সরকারের। এছাড়া গরু পাচার মামলায় নাম জড়িয়েছে বিএসএফের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।