‘উপরে লিখুন শ্রীহরি, তারপর হিন্দিতে লিখুন প্রেসক্রিপশন’, পরামর্শ  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

0
1

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চিকিৎসকদের প্রেসক্রিপশনে (Prescription) হিন্দি ভাষা ব্যবহার করার পক্ষে জোরালো সওয়াল করেছেন।মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “বহু পড়ুয়াই মাঝপথে মেডিক্যাল কোর্স ছেড়ে চলে যান ভাল ইংরেজি না জানার কারণে। মধ্য প্রদেশই দেশের মধ্যে প্রথম রাজ্য হতে চলেছে, যেখানে মেডিক্যাল পড়ানো হবে হিন্দিতে। ভোপালে চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন,”ওষুধের নাম কেন হিন্দিতে লেখা যাবে না? কারও যদি ক্রোসিন প্রয়োজন হয়, তাহলে তাঁর প্রেসক্রিপশনে হিন্দিতে ক্রোসিন লিখুন।”

শিবরাজ সিং চৌহানের পরামর্শ, প্রেসক্রিপশনের উপরে আগে শ্রীহরি লিখুন। তারপর হিন্দিতে লিখুন ওষুধের নাম। এর বেশি আমার কিছু বলার নেই। এটা আমাদের করতেই হবে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রীর যুক্তি, আজকের দিনের মানসিকতাই হল ইংরেজি ছাড়া কোনও কিছু হয় না। এটা ভুল। রাশিয়া, জাপান, জার্মানির মতো দেশগুলিতে কেউ ইংরাজি বলে না। আসলে আমাদের মানসিকতাই দাসত্ব করার। সেটা থেকে বেরতে হবে।”

রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামের অত্যন্ত গরিব মানুষও এখন মনে করেন যে ঘরবাড়ি, জমি-জমা বিক্রি করতে হলেও, নিজেদের সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াতে হবে। বাড়ির প্রবীণ সদস্যদেরই হিন্দি নিয়ে নিজেদের সন্তানদের মনোভাব বদলাতে হবে।”