এই বছর ফের হতে চলেছে আইপিএল-এর নিলাম, হতে চলেছে এত তারিখে

0
1

আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএল ২০২৩ এর নিলাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানালেন বোর্ডের এক কর্তা। বছরের শুরুতে মেগা নিলামে সেরা ক্রিকেটারদের তুলে নিয়েছে প্রত্যেক দলই। ফলে ডিসেম্বরের নিলামে সে ভাবে বড় কোনও ক্রিকেটারের নিলামে ওঠার সম্ভাবনা নেই।

করোনার প্রবাহ কাটিয়ে তিন বছর পর হোম-অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আইপিএল। গত ২২ সেপ্টেম্বর সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে দেওয়া চিঠিতে বিদায়ী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আসন্ন আইপিএল হবে ১০ দলীয় টুর্নামেন্ট, এবং প্রতিটা দল নিজেদের রাজ্যের মাঠে হোম ম্যাচ খেলবে।

আরও পড়ুন:অনুশীলনে হালকা মেজাজে রোহিত, ১১ বছরের খুদের বোলিং-এ অনুশীলন ভারত অধিনায়কের