শাহবাজের সৌজন্যে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

0
2

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা। রবিবার তারকা খচিত তামিলনাড়ুর বিরুদ্ধে ৪৩ রানে জয় পায় অভিমূন‍্য ইশ্বরণের দল। সৌজন্যে শাহবাজ আহমেদ। ব‍্যাটিং-এর পাশাপাশি বল হাতেও কামাল দেখান এই তরুণ অলরাউন্ডার।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে অভিমূন‍্য ইশ্বরণের দল। বাংলার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শাহবাজ আহমেদ। ৩৮ রান করেন অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরণ। ৩২ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তামিলনাড়ুর হয়ে দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন সাই কিশোর, বরুণ চক্রবর্তী, টি নটরাজন এবং অভিষেক তানওয়ার।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২১ রানে গুটিয়ে যায় তামিলনাড়ু। তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন সাই সুর্দশন। অধিনায়ক বাবা অপরাজিত করেন ১৬ রান। বাংলার হয়ে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। দুটি করে উইকেট নেন মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামানিক। একটি করে উইকেট নেন আকাশদীপ এবং ঋত্বিক চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, মুস্তাক আলির তিন ম্যাচে বাংলার এটি দ্বিতীয় জয়। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ঝাড়খণ্ডের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয় ঈশ্বরনদের। দ্বিতীয় ম্যাচে বাংলা দাপুটে জয় তুলে নেন ওড়িশার বিরুদ্ধে। এবার তামিনাড়ুকে হারালেন শাহবাজরা।

আরও পড়ুন:এই বছর ফের হতে চলেছে আইপিএল-এর নিলাম, হতে চলেছে এত তারিখে