সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ন’জন। আহত বেশ কয়েকজন। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের গান্ধীনগরের আর্সিকেরে তালুকা এলাকায় ।

আরও পড়ুন:ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে, নদীতে গাড়ি উল্টে মৃত ৯

পুলিশ সূত্রের খবর, এদিন একটি টেম্পোয় চেপে ধর্মস্থলা, সুব্রমন্য ও হাসানাম্বা মন্দির থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সব শেষ। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি মুখোমুখি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি দুধের গাড়িতে। দুমড়েমুচড়ে যায় টেম্পোটি। আর তাতেই প্রাণ হারান ৯ জন। যাদের মধ্যে ছিল চারজন শিশুও। বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে দুদিক থেকে আসছিল গাড়ি দুটি। যতক্ষণে উল্টোদিক থেকে আসা গাড়ির আলো চোখে পড়ে, ততক্ষণে অনেকটাই দেরী হয়ে যায়। সজোরে মুখোমুখি ধাক্কা মারে গাড়িদুটি। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িগুলি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশেও।
ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।








































































































































