পুরুলিয়ায় মহিষের লড়াই দেখতে গিয়ে মৃত ১

0
1

মহিষের লড়াই দেখতে গিয়ে প্রথমে গুঁতো এবং পরে তাড়া খেয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম রথু বাউরি (52)৷ ঘটনাস্থল পুরুলিয়ার পাড়া থানা এলাকায় হাতিমারার মাঠে(Purulia News)৷ প্রধানত কুড়মি সম্প্রদায়ের উদ্যোগে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কাড়া লড়াই (Kara Fight)। দুই মহিষের এই উদ্দাম লড়াই দেখতে ভিড় জমান প্রচুর মানুষ । এই লড়াই দেখতে গিয়ে বহুবার দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি প্রশাসনের ৷

রবিবার এই লড়াই দেখতে ভিড় জমান প্রায় চার পাঁচ হাজার মানুষ । কাড়া লড়াই শেষের সময় পরাজিত মহিষটি যখন জয়ী মহিষের ভয়ে প্রাণপণে পালাচ্ছে তখন তার গুঁতোয় ও ভিড়ে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন পাড়া থানার নডিহা এলাকার বাসিন্দা রথু বাউরি । এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে সেখানে থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷

বার বার দুর্ঘটনা ঘটলেও কার্যত প্রশাসনের অনুমতি না নিয়ে যে ভাবে এই লড়াই চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই । এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, “নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।”জানা গিয়েছে, একসময় জেলার কিছু থানা এই লড়াই বন্ধ করতে উদ্যোগী হতেই তার বিরোধিতা করে আসরে নামে কুড়মি সমাজ ও মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি । তারা থানায় স্মারকলিপি দেয় যে, কাড়া লড়াই মানভূম তথা পুরুলিয়ার ঐতিহ্য তাই এটি কোনওমতে বন্ধ করা চলবে না ।