৫ ফুট লম্বা বিশাল সাপ ঢুকে পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) বাড়িতে। ভিভিআইপির বাড়িতে নাগ বাবাজির উপস্থিতি প্রকাশ্যে আসতেই রীতিমতো হুলুস্থুল বেধে যায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। খবর যায় বনদফতরে(Forest office)। এই সাপের নাগাল পেতে রীতিমতো নাকাল হতে হল বনকর্মীদের। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় শাহের পরিবারের সদস্যদের মধ্যে। যদিও সাপটি বিষধর নয় বলেই জানা গিয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার শাহের বাড়িতে সাপের উপস্থিতি খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। সাপটিকে আয়ত্তে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। নিরাপত্তারক্ষীদের ঘরের কাছে কাঠের পাটাতনের মধ্যে লুকিয়ে ছিল সাপটি। জানা গেছে ৫ ফুট লম্বা এই সাপটি নির্বিশেষ ঢোঁড়া প্রজাতির। যার পোশাকি নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’ (Asiatic water snake)।
বন্যপ্রাণ বিভাগের কর্তার কথায়, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তাঁরা নিজেরা কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিয়েছেন। অনেকক্ষেত্রেই উত্তেজনা ও আতঙ্কের বশে নিজেরাই সাপকে মেরে ফেলে। তবে এক্ষেত্রে তেমনটা করা হয়নি।”