ব্রিটিশ শাসনে ভারত থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল ঐতিহাসিক হিরে কোহিনুর(Kohinoor Diamond)। যা নিয়ে ভারত(India) ও ব্রিটেনের(Britain) মধ্যে টানা পড়েন অব্যাহত। এই ইস্যুতেই এবার ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিল দেশের বিদেশ মন্ত্রক(Foreign Ministry)। সংশ্লিষ্ট মন্ত্রকে তরফে জানানো হয়েছে, কোহিনুর সমস্যার সন্তোষজনক সমাধান খুঁজতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “কহিনুর এর বিষয়টি আমরা একাধিক বার ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেছি। এবং এই সমস্যার সন্তোষজনক সমাধানের পথ খুঁজছি আমরা।” বিদেশে মন্তব্যের স্বাভাবিকভাবেই আশার আলো দেখছে দেশের ইতিহাসবিদরা। অন্ধ্রপ্রদেশের খনি থেকে পাওয়া ওই ১০৫.৬ কারাটের অমূল্য হিরেটিকে নিয়ে নয়াদিল্লি ও লন্ডনের টানাপোড়েন দীর্ঘদিনের। বহুদিন ধরেই লুঠ হওয়া হিরেটিকে দেশে ফেরানোর দাবি জানাচ্ছে বিজেপি। মোদি জমানায় অবশেষে এই হিরে দেশে ফেরানো নিয়ে প্রথমবার মুখ খুলল দেশের বিদেশ মন্ত্রক।
উল্লেখ্য, ১৮৪৯ সেলে ভারত থেকে কোহিনুর হীরা ইংল্যান্ডে নিয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেখানে রানি ভিক্টোরিয়া হিরেটিকে রাজভূষণের অংশ করে নেন তিনি। ১৯৩৭ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় তাঁর স্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটে বসানো হয় কোহিনুরকে। রানি এলিজাবেথের (Queen Elizabeth) মৃত্যু পর ফের কোহিনুর ইস্যুকে উসকে দিয়েছে।















































































































































