প্রয়াত হ্যারি পটার সিরিজে (Harry Potter Series) হ্যাগরিডের (Hagrid) চরিত্রে অভিনয় করা বিশ্ববিখ্যাত স্কটিশ অভিনেতা রবি কোলট্রেন (Robi Coletrain)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল, শুক্রবার স্কটল্যান্ডের (Scotland) ফলকির্কের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট এক বিবৃতিতে রবির মৃত্যুর খবর জানান।

রবি বিনোদন জগতে পা রাখেন ১৯৭৯ সালে “প্লে ফর টুডে” টেলিভিশন সিরিজ দিয়ে। অভিনয় জীবনে আরও অনেক সিনেমা করলেও সারা বিশ্বে রবি পরিচিত সেই হ্যাগরিড নামেই। হ্যারি পটার সিরিজে হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় গোটা বিশ্বে তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।

হ্যাগরিড ছাড়া হয়তো হ্যারি পটার সিরিজ অসম্পূর্ণ। অভিনেতার মৃত্যুর খবরে টুইট করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিংও। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বিশ্বের হ্যারি পটার ফ্যানরা।







































































































































