কলকাতা লিগে এরিয়ানের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

0
1

আইএসএলের পাশাপাশি কলকাতা লিগেও জয়ের মুখ দেখতে পারছে না ইস্টবেঙ্গল। শনিবার কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল না লাল-হলুদ ব্রিগেড। শনিবার নৈহাটি স্টেডিয়ামে তারা আটকে গেল এরিয়ানের কাছে। ম‍্যাচের ফলাফল ১-১। পুজোর আগে বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সেই ম্যাচই হল শনিবার।

ম‍্যাচে এদিন আইএসএলে রেজিস্ট্রিকৃত বেশকিছু ফুটবলার ছিলেন ইস্টবেঙ্গলের টিম লিস্টে। অঙ্কিত মুখার্জি, নবি হোসেন, হাওকিপ, মোবাসির রহমান, অনিকেত যাদব, সহ ছয় সাতজন ফুটবলারকে রেখেই দল করেন বিনু জর্জ। মিডিয়া সেন্টারে বসে খেলা দেখেন চিফ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।

ম‍্যাচে এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। গোল করেন কেরলের সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলার জেসিন টিকে। তবে এই ব‍্যবধান ধরে রাখতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় এরিয়ান। এরিয়ানের হয়ে গোল করেন অমরনাথ বাস্কে।

আরও পড়ুন:বাবরের জন্মদিনে কেক আনলেন ফিঞ্চ, সেলিব্রেশনে সামিল রোহিত-উইলিয়ামসনরা