রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, নবান্নের বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশ

0
1

করোনা কাটতেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাংলায় এখনও প্রায় ৩১ হাজার মানুষের শরীরে ডেঙ্গির (Dengue) সংক্রমণ ধরা পড়েছে। এই পরিস্থিতে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে কোন কোন জেলায় ডেঙ্গির সংক্রমণ কতটা বেড়েছে তার গত এক সপ্তাহের রিপোর্ট পেশ করা হয়। নবান্নের (Nabanna) বৈঠকে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

গত সপ্তাহের খতিয়ান-
উত্তরের দার্জিলিঙের মাটিগাড়া এলাকায় সবচেয়ে বেড়েছে ডেঙ্গি। ৫৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
জলপাইগুড়ির মাল মহকুমায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডেঙ্গি সংক্রমণ হয়েছে। ৩৯ জন নতুন আক্রান্ত হয়েছেন।


মুর্শিদাবাদের লালগোলাতে সবচেয়ে বেশি বেড়েছে ডেঙ্গি। সেখানে ৮৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
বাঁকুড়ায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত ৩৯ জন।
হাওড়ার জগাছা এলাকায় আক্রান্তের সংখ্যা ৪০।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে ডেঙ্গি। এই দুই এলাকায় নতুন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ ও ৩৫।

ডেঙ্গি রুখতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছে প্রশাসন। পাশাপাশি, মশারি টাঙিয়ে ঘুমোনো, সন্ধে হলেই যথাসম্ভব জানালা, দরজা বন্ধ রাখা, বাড়িতে জল জমতে না দেওয়া, পুরনো পাত্রে জমা জল ফেলে দেওয়া- এসব করতে নির্দেশ ফের দেওয়া হয়েছে।

আরও পড়ুন- শিয়ালদহ মেন লাইনে ১২ ঘন্টায় ৪২ টি লোকাল ট্রেন বাতিল