এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন ভারত

0
1

রোহিত শর্মারা না পারলেও, পারল হরমনপ্রীত কৌররা। এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল। শনিবার ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল হরমনপ্রীত কৌররা। তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রেনুকা সিং। সিরিজ সেরা দীপ্তি শর্মা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন রানাওয়েরা। ভারতের হয়ে তিন উইকেট নেন রেনুকা সিং। দুটি করে উইকেট নেন রাজশ্রী গায়কোওয়াড এবং স্নেহ রানা।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতের প্রমিলা ব্রিগেড। দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধনা। ৫১ রানে অপরাজিত তিনি। ১১ রানে অপরাজিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই জয়ের ফলে এই নিয়ে সপ্তমবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত।

আরও পড়ুন:‘আমাদের দলে বুমরাহর না থাকা বিরাট ক্ষতি’, বললেন ভারত অধিনায়ক