টি-২০ বিশ্বকাপে যশপ্রীত বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি

0
1

টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) যশপ্রীত বুমরাহের (Jashprit Bumrah) পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি (Mohammad Shami)। শুক্রবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে যান বুমরাহ।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় যে, “শামি অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। তিনি অনুশীলন ম্যাচে খেলবেন। মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরকে অস্ট্রেলিয়া পাঠানো হবে। তাঁদেরও তৈরি রাখা হবে। দীপক চাহার ছিলেন রিজার্ভ দলে। কিন্তু চোট পেয়ে তিনি ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় যাচ্ছেন শার্দূল।

শুরুতে ১৫ জনের দলে না থাকলেও, রিজার্ভ দলে ছিলেন শামি। পিঠে চোটের কারণে বুমরাহ ছিটকে যাওয়ায় শুরু হয় জল্পনা। বুমরাহ-এর জায়গায় কে আসবে ভারতীয় দলে। তবে শামি যে দলে আসবেন তার একটা সম্ভাবনা তৈরি। তবে এরই মাঝে করোনায় আক্রান্ত হন তিনি। করোনা হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি শামি। এরপর করোনামুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট ঘোষণা করা হয় শামিকে। এরপরই অস্ট্রেলিয়া উড়ে যান শামি। অস্ট্রেলিয়ার মাটিতে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ভারতীয় দল।

আরও পড়ুন:এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে পারে ভারতীয় দল : সূত্র