আগামি বছর মার্চে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল, অংশ নেবে পাঁচটি দল

0
1

আগামি বছর মার্চ মাস থেকে শুরু হতে চলেছে মেয়েদের আইপিএল (IPL)। ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই শুরু হবে মেয়েদের আইপিএল, এমনটাই খবর এক সর্বভারতীয়র সংবাদ সংস্থার।

বিসিসিআইকে উদ্ধৃত করে সেই সংবাদ সংস্থা জানিয়েছে পাঁচটি দল অংশ নেবে মহিলাদের উদ্বোধনী আইপিএলে। সূত্রের খবর, প্রতি দল পরস্পরের বিরুদ্ধে খেলবে দুটি করে ম্যাচ। গ্রুপ পর্বে হবে মোট ২০টি ম্যাচ। লিগ টেবিলের শীর্ষে থাকা দল সরাসরি চলে যাবে ফাইনালে। দুই ও তিন নম্বরে থাকা দল এলিমিনেটর খেলবে। যারা জিতবে তারা যাবে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে।

এছাড়াও জানা যাচ্ছে প্রথম একাদশে পাঁচ জনের বেশি বিদেশি রাখা যাবে না। তারমধ্যে একজন বিদেশি হবে অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার।জানা গিয়েছে একটি দল সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটারকে রাখতে পারবে দলে। তারমধ্যে ৬ জন বিদেশি। প্রথম একাদশে সর্বোচ্চ পাঁচ জন বিদেশি খেলানো যাবে।

এছাড়াও জানা যাচ্ছে, ৫ দলের টুর্নামেন্ট হওয়ায় হোম-অ্যাওয়ে ভিত্তিতে প্রতিদিন ভিন্ন ভিন্ন শহরে ম্যাচ আয়োজন চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। তাই প্রথম ১০টি ম্যাচ একটি কেন্দ্রে এবং পরের ১০টি ম্যাচ অন্য কেন্দ্রে আয়োজিত হতে পারে। এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ আয়োজিত হতে পারে ভিন্ন কেন্দ্রে।

আরও পড়ুন:কাজে এল না রাহুলের ৭৪, দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচে হার ভারতের