গত দুবছর ধরে করোনা ভাইরাসে (Corona Virus) জর্জরিত বিশ্ব, যদিও ২০২২ – এ পরিস্থিতি বদলেছে অনেকটাই। দুর্গাপুজোর পর এবার কালীপুজো (Kali Puja) নিয়ে আশাবাদী বঙ্গবাসী। হাসি ফুটেছে পটুয়াপাড়ার শিল্পীদের মুখেও। মহানগর (Kolkata) তো বটেই এই বছর বায়না হয়েছে জেলার (Districts) থেকেও।


দীপাবলির প্রাক্কালে খুশির মেজাজ কুমোরটুলিতে (Kumortuli)। করোনার জন্য গত দু’বছর সেভাবে বরাত মেলেনি। কিন্তু এই বছর ছবিটা অনেকটাই বদলেছে। মহাধুমধাম করে দুর্গাপুজো উপভোগ করেছে বঙ্গবাসি। দীপাবলীর (Diwali) রোশনাই আর আতশবাজির হুল্লোরে ফের সেজে উঠতে চলেছে বাংলা। প্রতিবার শিল্পীদের চোখে মুখেও খুশির ঝিলিক। এ বছর কলকাতার বিভিন্ন প্রান্তে কালীপুজো উপলক্ষে কুমোরটুলিতে অনেকগুলো বায়না হয়েছে। শুধু তাই নয় শহর সংলগ্ন পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন প্রতিমা কেনার আশায় ভিড় জমিয়েছে পটুয়াপাড়ায়। বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল (Mintu Pal) বলছেন গত দু’বছর ধরে যে ক্ষতি হয়েছে তা এত সহজে পূরণ হবে না। তবু ২০২২ একরাশ আনন্দ এনে দিয়েছে প্রতিমা শিল্পীদের জীবনে। দীপাবলীর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি , তাই শেষ মুহূর্তে ব্যস্ততা শিল্পীদের মধ্যে। যদিও মাঝেমধ্যে বৃষ্টির জন্য কাজ ব্যাহত হচ্ছে, কিন্তু প্রাণপণে নিজেদের সর্বস্ব দিয়ে মনের মতো করে চিন্ময়ী মাকে মৃন্ময়ীকে আবাহনের চূড়ান্ত প্রস্তুতির ছবি ধরা পড়ল ক্যামেরায়।






 
 
 
 
 

































































































































