শিক্ষাক্ষেত্রে(Education) সাফল্য পেতে হলে “দেবী সরস্বতী কো পটাও”। এমনই মন্তব্য করে ব্যাপক বিতর্ক তৈরি করলেন উত্তরাখণ্ডের(Uttarakhand) বিজেপি বিধায়ক বংশীধর ভগৎ(Bangsidhar Bhagat)। তার এখানেও মন্তব্য প্রকাশ্যে আসার পর ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে সব মহল। হিন্দুভাববেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাজ্যের হলদওয়ানিতে (Haldwani) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বংশিধর ভগৎ। সেখানেই পড়ুয়া ও তাদের অভিভাবকদের সামনে সাফল্যের মন্ত্র বাতলে দিতে গিয়ে তিনি বলেন, “পড়াশোনায় সাফল্য পেতে হলে দেবী সরস্বতীকে খুশি করতে হবে। যদি শক্তি বাড়াতে হয় তবে দুর্গাকে খুশি করতে হবে। যদি অর্থের ক্ষেত্রে মা লক্ষ্মীকে প্রভাবিত করতে হবে।” প্রাক্তন মন্ত্রীর এহেন বক্তব্যে রীতিমতো হকচকিয়ে যান উপস্থিত শ্রোতারা। স্বাভাবিকভাবেই শুরু হয় বিতর্ক। পড়ুয়ারা প্রশ্ন তোলেন দেবীকে পটানোর মত এমন কোন মন্তব্য কীভাবে বলতে পারেন রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী।
















































































































































