সিকিম-নেপালে ধস, প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ: আটকে বহু পর্যটক

0
1

প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তরবঙ্গ। সিকিম (Sikkim), নেপালে (Nepal) ধস। লাগাতার বৃষ্টিতে পাহাড়ি নদীগুলি ফুলেফেঁপে উঠেছে। ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। ধসে বেহাল বাগরাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান ৭১৭ এ জাতীয় সড়ক। ধসের কারণে অফবিট পাহাড়ি পর্যটনকেন্দ্র ইয়েলবং-সহ চুইখিম, বরবট, নিমবঙের মত পাহাড়ি গ্রামগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে।

নেপালের লেটে, গোসা, দানা, মার্কা-সহ প্রায় ১৫টিরও বেশি জায়গায় প্রবল বৃষ্টির ফলে রাস্তায় ধস নেমেছে। ধসের কারণে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। এভারেস্ট (Everest) অভিযানে গিয়ে নেপালের বেস ক্যাম্প মান্থোলিতে আটকে পড়েছেন প্রায় ২ হাজার বিভিন্ন দেশের অভিযাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন রায়গঞ্জের বাসিন্দা গৌরশংকর মিত্র।


সোমবার আলিপুরদুয়ার ও ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে আলিপুরদুয়ারের কালজানি-সহ বিভিন্ন নদীতে জল বেড়েছে। আলিপুরদুয়ারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৬৫.২০ মিমি এবং হাসিমারাতে ৩৩ মিমি। আলিপুরদুয়ারের পুর এলাকায় কয়েকটি ওয়ার্ডে রাতের বৃষ্টিতে জলমগ্ন হলেও সকালে জল নেমে গিয়েছে ,তবে এই সমস্ত নদী সংলগ্ন এলাকাগুলির জন্য নৌকা মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।