Kolkata: অসুর” মানিককে বধ করছেন দুর্গা ! প্রাইমারি চাকরিপ্রার্থীদের অভিনব প্রতিবাদ

0
3

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাইমারি শিক্ষা পর্ষদের (Primary Education council) বহিষ্কৃত সভাপতি মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya) ইডির(ED) হাতে গ্রেফতার হয়েছেন। এরপরই অভিনব প্রতিবাদে সামিল হলেন ধর্মতলা চত্বরে। ধর্না দেওয়া প্রাইমারি চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী মূর্তির নীচে ২০১৪ সালের প্রাইমারি টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভে ক্যামেরাবন্দি হল “অসুররূপী” মানিক ভট্টাচার্য।

তাঁদের ধর্নার আজ ৫৬ তম দিন। আর আজই টেট দুর্নীতিতে ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য। যাতে কিছুটা হলেও খুশি আন্দোলনকারীরা। প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখানো হয়েছে, “অসুররূপী” মানিক ভট্টাচার্যকে বধ করছেন দেবী দুর্গা। তার আগে অবশ্য ইডি সেজে মানিক ভট্টাচার্যকে টানতে টানতে দুর্গার পায়ের নীচেও ফেলা হয়। তারপর দুর্গা তাকে বধ করেন। প্রতিটি অভিনয় করেন প্রাইমারি টেটে যোগ্য প্রার্থীদের একাংশ।