ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি

0
2

অ‍্যারন ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি। মাঠের মধ‍্যে অজি অধিনায়কের ব‍্যবহিত ভাষা নিয়ে খুশি নয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই কারণেই ফিঞ্চকে তিরস্কার করল আইসিসি।

ঘটনার সূত্রপাত ইংল‍্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম‍্যাচে। রবিবার পার্থে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের আউট নিয়ে তৈরি হয় বিতর্ক। নবম ওভারে ক্যামেরুন গ্রিনের বল খেলতে গিয়ে ফসকান জস বাটলার। সেই বল ধরেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তিনি আউটের আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। কিন্তু সেই সিদ্ধান্ত জানাতে তিনি কিছুটা সময় নেন। আম্পায়ার নটআউট জানানোর পর ফিঞ্চ রিভিউ নিতে চাইলে আম্পায়ার জানান যে ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে। আর তাতেই রেগে যান ফিঞ্চ। তিনি সেই সময় যে ভাষা ব্যবহার করেছিলেন, তা স্টাম্প মাইকে শোনা যায়। আর সেই ভাষা শুনেই ফিঞ্চকে তিরস্কার করে আইসিসি।

অস্ট্রেলিয়ার অধিনায়ককে শুধু তিরস্কার করেই ছেড়ে দেয় আইসিসি। ২৪ মাসের মধ্যে প্রথমবার এমন দোষ করায় জরিমানা করা হয়নি ফিঞ্চকে। ফিঞ্চ নিজেও তাঁর দোষ স্বীকার করে নেন।

আরও পড়ুন:মহারাজ-হীন BCCI! রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরব বিরোধীরা, সামাল দেওয়ার চেষ্টা বিজেপির