ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে মানিককে দেখে ‘চোর-চোর’ রব, দেখানো হল জুতো

0
1

ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে নিয়ে যেতেই আদালতে ‘চোর, চোর’ রব উঠল। চলে জুতো দেখিয়ে বিক্ষোভ। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) জিজ্ঞাসাবাদের জন্য ফের ডেকে পাঠায় ED৷ তদন্তে অসহযোগিতার অভিযোগে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়৷ মঙ্গলবার, তাঁকে নিয়ে আদালত চত্বরে ঢুকতেই চোর চোর আওয়াজ ওঠে। জুতো দেখিয়ে বিক্ষোভও দেখানো হয়। তবে, এটা কোনও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়। বিজেপির (BJP) তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 

নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও ইডি-র মতে, শুধুমাত্র CBI মামলার ক্ষেত্রে সেই রক্ষাকবচ প্রযোজ্য৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই। এদিন, শারীরিক পরীক্ষার পরে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এদিকে গ্রেফতারির বিষয়টি উল্লেখ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানিয়েছেন মানিকের আইনজীবীরা।