বৃহস্পতিবার বিজয়া সম্মিলনীতে থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যজুড়ে বিজয়া পালন কর্মসূচি তৃণমূলের

0
3

রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী পালন করবে তৃণমূল (TMC)। বৃহস্পতিবার, ‘উত্তীর্ণ হল’-এ বিকেল সাড়ে তিনটে নাগাদ তৃণমূলের ভবানীপুর বিধানসভার পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মঙ্গলবার, টুইট করে একথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে তিনি জানান রাজ্যজুড়েই এই কর্মসূচি পালন করবে তৃণমূল।

জনসংযোগের লক্ষ্যে রাজ্যজুড়ে শুরু তৃণমূলের বিজয়া সম্মিলনী। সূত্রের খবর ১২ দিন ধরে চলবে এই জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচি কীভাবে পালন করতে হবে তা ইতিমধ্যেই দলের সব বিধায়ক, জনপ্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন- ঘনিষ্ঠ মুহূর্তের আদরে ব্রেন স্ট্রোক! প্রেমিকার ‘আদরের দাগ’ শেষ করল প্রেমিককে