বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনে নামে আস্ত একটি মন্দির। আছে এই কলকাতাতেই। আর সেখানেই মঙ্গলবার, দিনভর চলল প্রার্থনা-উৎসব পালন। কারণ এদিনই মন্দিরের আরোধ্য বিগ-বি-র জন্মদিন।

কলকাতার তিলজলায় ২০০১ সালে এই মন্দির তৈরি হয়। ২০১৭ সালে বসে মূর্তি। ওপরে কমলা ফলকে হলুদ রঙে লেখা ‘জয় শ্রী অমিতাভ’। প্রতিদিন সকাল ১০-১১ এবং বিকেলে ৫টা থেকে ৭টা দু’ঘণ্টা খোলা থাকে এই মন্দির। ভক্তরা এখানে এসে একটাই প্রার্থনা করেন, ‘একবার যেন দেখা পাই।’ মঙ্গলবার ‘দেবতার’ ৮০তম জন্মদিন পালন করা হল লেখানে। ভক্তরা এদিন তাই এলাহী আয়োজন করেছিলেন। সকাল সকাল উপস্থিত হন বিগ-বি-র ভক্তরা। মূর্তিতে মাল পরিয়ে কাটা হয় কেক। শুধু তাই নয়, ফ্যান ক্লাবের সদস্যরা ৮০জন পিছিয়ে পড়া শিশুদের বস্ত্র দান করা হয়। দুপুরবেলা মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়। এই মন্দিরে অমিতাভ বচ্চনের জীবনের বিশেষ দিনগুলিও পালন করা হয় বলে জানিয়েছেন তাঁর ফ্যানরা।
আরও পড়ুন- ‘নেতাজি’র শেষ যাত্রায় জনপ্লাবন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মুলায়মের শেষকৃত্য







































































































































