বাবা হলেন নাদাল,পুত্রসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী

0
1

বাবা হলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বিভিন্ন স্পেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী ফ্রান্সিসকা মেরি পেরেয়ো। যদিও নাদাল নিজে এখনও আনুষ্ঠানিক ভাবে এই খবর এখনও জানাননি।

২০১৯-এর ১৯ অক্টোবর ছোটবেলার বান্ধবী পেরেয়োকে বিয়ে করেন টেনিস এই  তারকা। গত জুন মাসে তিনি জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। এমনকি, সন্তান গর্ভে থাকার সময় বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন নাদালের স্ত্রী। সেসব সামলে নাদাল ইউএস ওপেনে খেলেন। পেরেয়োর পাশে সর্বক্ষণ ছিলেন তাঁর বাবা-মা। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে পরে জানা যায়, গুরুতর কিছু নয় পেরেয়ো। নির্ধারিত সময়েই সন্তানের জন্ম দেবেন পেরেয়ো। অবশেষে সেই দিন এল শনিবার। পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস