তদন্ত যতই এগোচ্ছে, ততই হরিদেবপুরে তরুণ খু*নে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে একই সময় সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে নিহত অয়ন মণ্ডলের (Ayan Mondal) বিরুদ্ধে। এবার ব্ল্যাকমেলের তত্ত্ব সামনে আসছে বলে সূত্রের খবর।
বান্ধবী প্রীতি জানা (Priti Jana) ও তাঁর পরিবার অয়ন মণ্ডলের মোবাইল (Mobile) নিতে চেয়েছিল। পুলিশ সূত্রে খবর, মা ও মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীনই গোপন মুহূর্তের ছবি মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করে রেখেছিল অয়ন মণ্ডল। প্রীতি ও তাঁর মা রুমা সেগুলি ডিলিট করে দেওয়ার জন্য চাপ দিলেও অয়ন তা করেননি। কথা দিয়েও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ডিলিট করেননি। পুলিশি জেরায় জানিয়েছেন প্রীতি ও তাঁর বাবা-মা। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিয়ে কি ব্ল্যাকমেল করা হচ্ছিল? সেই আক্রোশ থেকেই কি খু*ন? ঘটনার দিন কি মোবাইল কেড়ে নিতেই অয়নের উপর আক্রমণ করা হয়? ওই ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ভয়েই কি অয়নকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা মাফিক অপেক্ষা করা হয়েছে? এইসব প্রশ্নের উত্তর পেতে এখন অয়নের মোবাইল ফোনটি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘটনার পর অয়নের দেহ এবং মোবাইল ফোন দুটি আলাদা জায়গায় ফেলা হয়। এখন সেখান থেকে মোবাইলটি খুঁজে পেতে মরিয়া তদন্তকারীরা।
আরও পড়ুন:আরও বিপাকে অনুব্রত, এবার হাওলায় যোগের অভিযোগ আনল সিবিআই