যোগ্য হয়েও চাকরি না পেয়ে ধর্মতলার ধরনার ৫৭৫দিন কাটাচ্ছে কর্মপ্রার্থীরা। অনেক অনুরোধ-আবেদনের পরেও নিজেদের দাবিতে অনড় থেকে পুজোর দিনগুলোও ধরনা মঞ্চেই কাটিয়েছেন তাঁরা। এক ও একমাত্র দাবি, নিয়োগপত্র হাতে না পেলে ধরনামঞ্চ থেকে ওঠার কোনও প্রশ্ন নেই। আজ, রবিবার কোজগরী লক্ষ্মীপুজোর দিনেও ধারনা মঞ্চে বঞ্চিত চাকরিপ্রার্থীরা।

তবে আজকের দিনটি একটু অন্যভাবে কাটালেন তাঁরা। এদিন ধারনা মঞ্চের ছবিটা একেবারে আলাদা। ধরনামঞ্চে দেবী লক্ষ্মীর আরাধনা করলেন আন্দোলনকারীরা। চাকরিপ্রার্থীকে জীবন্ত লক্ষ্মী সাজিয়ে দেবীর আরাধনা চললো। সাদা কাগজ রেখেও চলল পুজো। কারও হাতে দেবীর মূর্তি। এভাবেই কোজাগরী লক্ষ্মীপুজোতেও অভিনব প্রতিবাদ জানালেন ধর্মতলার ধরনা মঞ্চের বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারীদের মধ্যে যেমন রয়েছেন প্রাইমারি টেট উত্তীর্ণরা, তেমনই নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীরাও রয়েছেন। আবার এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিপ্রার্থীরাও আন্দোলন করছেন ধর্মতলা চত্বরে। মেও রোডে গান্ধীমূর্তির পাদদেশে যেমন রয়েছে ধারনা মঞ্চ, আবার মনুমেন্ট সংলগ্ন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশেও আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা।













































































































































